কাকে ইঙ্গিত করে বুবলির এই স্ট্যাটাস, ভক্তরা জানতে চাই।!

 চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর দ্বন্দ্বটা পুরোনো। তাঁদের সাবেক স্বামী শাকিব খানকে কেন্দ্র করে অপু-বুবলী একে অন্যকে নিয়ে বিভিন্ন সময়ে নানা ধরনের মন্তব্য করেছেন। কখনো ইঙ্গিতে, আবার কখনো সরাসরি। তবে এবার অপু বিশ্বাস যেভাবে কথা বললেন, সেভাবে আগে কখনোই বলেননি। তাই বিষয়টিতে অনেকে হতবাকও।

টেলিভিশন অনুষ্ঠানে তিনি শবনম বুবলীকে ‘ঘৃণা’ করেন বলে সরাসরি জানিয়েছেন। পাশাপাশি এ-ও জানিয়েছেন, তাঁর সন্তান শেহজাদ খান বীরকে তিনি খুব ভালোবাসেন। বিচ্ছেদের বিষয়ে সরাসরি কিছু না বললেও অপু বলেছেন, বুবলীকে তিনি ঘৃণা করেন।

নাগরিক টেলিভিশনে ‘বলা না বলা’ নামের একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিক কামরুজ্জামানের প্রশ্নে এসব বলেন তিনি। বুবলী প্রসঙ্গে জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, ‘আসলে উনাকে আমি ঘৃণা করি।

আরও পড়ুন

‘মিস্টার শাকিব খান’কে যা বললেন বুবলী

একবাক্যে এই কথাটি বললাম। উনার নাম নিতে আমার ব্যক্তিত্বে বাধে। জানি এই ওয়ার্ডটা (শব্দটা) প্রচুর ভাইরাল হবে। এটা আমার জন্য ম্যাটার করে না। আমাকে নিয়ে তাঁর কী মন্তব্য, জানার সময়ও নেই। একবাক্যে তাঁকে ঘৃণা করি। ইংলিশে “হেট” বললে আরও স্মার্ট হয়।’

Next পেজে

No comments